বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদ শুক্রবার, ২ জানুয়ারি ২০২৬ তারিখে কক্সবাজারে সাংবাদিক আনছার হোসেনের বাড়ি পরিদর্শন করেন। দৈনিক আমার দেশের কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার ও অফিস প্রধান আনছার হোসেন সম্প্রতি মাত্র দুই মাসের ব্যবধানে স্ত্রী ও পুত্রকে হারিয়ে শোকে স্তব্ধ। সালাহউদ্দিন আহমদ দুপুর ১টায় কক্সবাজার বিমানবন্দরে পৌঁছে উত্তর নুনিয়াছড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন এবং পরে আনছার হোসেনের স্ত্রী রোকসানা নূর ও পুত্র আব্দুল্লাহ রিতাজ হোসেনের কবর জিয়ারত করে দোয়া করেন।
এরপর তিনি আনছার হোসেনের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং বড় ছেলে আব্দুল্লাহ নূর হোসেন রুদ্রসহ স্বজনদের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন। তিনি বলেন, স্বল্প সময়ে স্ত্রী ও সন্তান হারানো এক অনির্বচনীয় শোক, এবং আল্লাহ যেন পরিবারটিকে ধৈর্য ও শক্তি দান করেন।
প্রতিবেদন অনুযায়ী, রোকসানা নূর গত ১৪ অক্টোবর মারা যান এবং দুই মাস পর ২৭ ডিসেম্বর মায়ের শোকে অসুস্থ হয়ে তাদের ১৩ বছর বয়সি পুত্র আব্দুল্লাহ রিতাজ হোসেন মৃত্যুবরণ করেন। এই ঘটনায় সাংবাদিক সমাজসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শোক প্রকাশ করছে।
কক্সবাজারে শোকাহত সাংবাদিক আনছার হোসেনের পরিবারে গেলেন বিএনপি নেতা সালাহউদ্দিন