বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপি সংস্কারে বিশ্বাস করে, তবে পিআর পদ্ধতিকে কুসংস্কারমূলক পেছনের রাস্তা হিসেবে মনে করে। তিনি বলেন, জনগণ কাকে ভোট দেবে তা না জেনে ভোট দেওয়ার পদ্ধতি দেশের উপযোগী নয়। ইটাখোলায় বিএনপির আলোচনা সভায় তিনি বলেন, বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের ভোটাধিকার রক্ষায় লড়ছে। রাজনৈতিক দলগুলোকে হুঁশিয়ার করে তিনি বলেন, ভয় দেখিয়ে কিছু হবে না। জামায়াত প্রসঙ্গে বলেন, একাত্তরের অপরাধ ক্ষমা করা হলেও ভুলে যাওয়া হয়নি। এছাড়া গয়েশ্বর বলেন, জুলাই যোদ্ধা ছাত্র ও এনসিপি নেতাদের প্রতি বিএনপি কৃতজ্ঞতা জানায়, তার মানে এই না। লুট করেছি আমি ভাই, সবকিছু একা খাই।
বিএনপি সংস্কারে বিশ্বাস করে। তবে কুসংস্কারে বিশ্বাস করে না। যারা পিআর পদ্ধতিতে যাবে, সেটা পেছনের রাস্তা। আর বিএনপি চায় সামনের রাস্তা। সামনা-সামনি আসবো আর ভোট দিব: গয়েশ্বর