মিটফোর্ড হাসপাতালের সামনে সোহাগ নামে এক ব্যক্তিকে পাথর মেরে হত্যার পর দেশজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এই ঘটনায় বিএনপিকে দায়ী করে বিভিন্ন মহল প্রতিবাদ জানায় এবং তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান ওঠে। এ প্রেক্ষিতে সামাজিকমাধ্যমে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছবি অবমাননার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এর প্রতিক্রিয়ায় ‘ব্যতিক্রমী সেক্টর কমান্ডার’ শিরোনামে জিয়াউর রহমানকে নিয়ে পুরোনো একটি লেখা ফেসবুকে শেয়ার করে আসিফ আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, জিয়াউর রহমান তার প্রিয় ব্যক্তিত্ব এবং আগে আওয়ামী লীগ আমলে তাকে ছোট করার চেষ্টা হলে তিনি ফেসবুকে লেখা দিতেন। এবারও তাই দিতে হলো, যদিও আওয়ামী লীগ বিদায় নিয়েছে।
জিয়াউর রহমান আমার প্রিয় ব্যক্তিত্ব। লীগ আমলে যখনই উনাকে ছোট করার চেষ্টা হতো, আমার একটা লেখা ফেসবুকে দিয়ে দিতাম। লীগ বিদায় হয়েছে। কখনো ভাবিনি এরপরও আমাকে এই লেখাটা দিতে হবে আবার: আসিফ নজরুল