Web Analytics

বরিশালে পুলিশের হাতে কামড়ে পালিয়ে যাওয়া ছাত্রদল নেতা মাসুমকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। ১০ নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাসুমকে রোববার রাতে নগরীর ভাটারখাল এলাকার নিজ বাসা থেকে আটক করা হয়। কোতোয়ালি মডেল থানার ওসি মো. মিজানুর রহমান জানান, মাসুম একাধিক মামলার আসামি এবং বুধবার রাতে গ্রেফতারের সময় এক পুলিশ সদস্যকে আহত করে পালিয়ে যান। ওই ঘটনায় নানীবুড়ি ফাঁড়ির এটিএসআই মাহাবুব মামলা দায়ের করেন। সোমবার মাসুমকে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি বলেন, ব্যক্তিগত অপরাধের দায় দল নেবে না এবং মাসুমকে দ্রুত দল থেকে বহিষ্কার করা হবে। ঘটনাটি বরিশালে আইনশৃঙ্খলা বাহিনী ও বিরোধী ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা বাড়িয়েছে।

Card image

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।