Web Analytics

গীতিকার, খতিব ও ইসলামি আলোচক মুফতি মুশাহিদ মুনাওয়ার শহীদ ওসমান হাদিকে উৎসর্গ করে ছয়টি ইসলামি নাশিদ প্রকাশ করেছেন। জুলাই বিপ্লবের সম্মুখসারির যোদ্ধা ও ভারতীয় আধিপত্যবিরোধী সংগ্রামী এই বীরকে নিয়ে লেখা নাশিদগুলো ইউটিউব ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ‘দিলমে হাদি’, ‘আয় হাদি ফিরে আয়’ ও ‘জানাও ইন্টেরিম’সহ এসব নাশিদে শহীদের আত্মত্যাগ, বিচারহীনতা ও স্মৃতিচারণ সংযত কিন্তু দৃঢ় ভাষায় উঠে এসেছে। মুশাহিদ মুনাওয়ার জানিয়েছেন, শহীদ ওসমান হাদিকে নিয়ে আরও চারটি নাশিদ প্রকাশের প্রস্তুতি চলছে।

‘দিলমে হাদি’ নাশিদে কণ্ঠ দিয়েছেন সায়নান সায়েম, আর ‘আয় হাদি ফিরে আয়’ সুর করেছেন আবু উবায়দা, কণ্ঠ দিয়েছেন কাজী মাশকুরে এলাহী। এই গানগুলোতে শহীদের অনুপস্থিতি ও শূন্যতার বেদনা গভীরভাবে প্রতিফলিত হয়েছে। অন্যদিকে ‘জানাও ইন্টেরিম’ নাশিদে শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার দ্রুত বাস্তবায়নের দাবি তোলা হয়েছে, যা তরুণ শ্রোতাদের মধ্যে বিশেষ সাড়া ফেলেছে।

মুশাহিদ মুনাওয়ার বলেন, শহীদদের স্মৃতি যেন প্রজন্মের চেতনায় স্থায়ীভাবে জায়গা করে নেয়, সেই ভাবনা থেকেই এসব নাশিদ রচিত। সংস্কৃতি সংশ্লিষ্টদের মতে, এই নাশিদগুলো সমসাময়িক ইসলামি সংগীতে গুরুত্বপূর্ণ সংযোজন এবং সময়ের সাংস্কৃতিক দলিল হিসেবে বিবেচিত হতে পারে।

09 Jan 26 1NOJOR.COM

মুফতি মুশাহিদ মুনাওয়ারের ছয় নাশিদে শহীদ ওসমান হাদিকে ঘিরে সাংস্কৃতিক আলোচনার সৃষ্টি

Person of Interest

logo
No data found yet!