মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেট ২০২৬ অর্থবছরের জন্য ৯০১ বিলিয়ন ডলারের জাতীয় প্রতিরক্ষা অনুমোদন আইন (এনডিএএ) ৭৭–২০ ভোটে পাস করেছে। প্রতিনিধি পরিষদে বিলটি আগেই অনুমোদিত হওয়ায় এখন এটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে। বিলটিতে প্রতিরক্ষা ব্যয় নির্ধারণের পাশাপাশি কংগ্রেসের তদারকি বজায় রাখা এবং ইউরোপ ও দক্ষিণ কোরিয়ায় মার্কিন সেনা সংখ্যা হ্রাসে সীমাবদ্ধতা আরোপের বিধান রাখা হয়েছে।
আইন অনুযায়ী, ইউক্রেন নিরাপত্তা সহায়তা উদ্যোগে ৮০০ মিলিয়ন ডলার, তাইওয়ান নিরাপত্তা সহযোগিতায় ১ বিলিয়ন ডলার এবং ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কর্মসূচিতে ৬০০ মিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছে। একই সঙ্গে ১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধ ও ২০০৩ সালের ইরাক যুদ্ধের অনুমোদন বাতিল করা হয়েছে, যাতে ভবিষ্যতে কংগ্রেসের অনুমোদন ছাড়া সামরিক পদক্ষেপের ঝুঁকি কমে।
বিলে পেন্টাগনের জলবায়ু কর্মসূচি থেকে ১.৬ বিলিয়ন ডলার ব্যয় কমানো এবং বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তি কর্মসূচি বাতিল করে ৪০ মিলিয়ন ডলার সাশ্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এটি যুক্তরাষ্ট্রের বৈশ্বিক প্রতিশ্রুতি ও কংগ্রেসীয় তদারকির মধ্যে ভারসাম্য রক্ষার প্রচেষ্টা।
৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল সিনেটে পাস, বৈশ্বিক নিরাপত্তা বরাদ্দ বৃদ্ধি