যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে তুরস্ক জানিয়েছে, তারা ইরানের বিরুদ্ধে যেকোনো ধরনের সামরিক হস্তক্ষেপের বিরোধী। বৃহস্পতিবার ইস্তাম্বুলে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, ইরানকে তার অভ্যন্তরীণ সমস্যা নিজে সমাধান করতে হবে এবং দেশটিতে অস্থিতিশীলতা পরিহার করাই আঙ্কারার অগ্রাধিকার। এ সময় তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক আগ্রাসনের হুমকির বিপরীতে ইরান শক্ত প্রতিরোধের হুঁশিয়ারি দিয়েছে।
ফিদান বলেন, ইরানের বর্তমান অর্থনৈতিক সংকট বিদ্যমান নীতি ও নিষেধাজ্ঞার ফল, যা গভীর সামাজিক ও অর্থনৈতিক সমস্যা তৈরি করেছে। তিনি ইরানকে একটি বৈচিত্র্যময় ও সচেতন সমাজ হিসেবে বর্ণনা করে বলেন, বাইরের হস্তক্ষেপ পরিস্থিতি আরও জটিল করবে। তুরস্কের জন্য ইরান গুরুত্বপূর্ণ প্রতিবেশী, তাই তেহরানের সমস্যা সমাধান আঙ্কারার জন্যও লাভজনক হবে বলে তিনি মন্তব্য করেন।
এদিকে ইরানে বিক্ষোভের ২০তম দিন পার হয়েছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সহিংসতায় নিহতদের জানাজায় হাজারো মানুষ অংশ নিয়েছে এবং অন্তত তিন হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।
যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার মধ্যে ইরানে সামরিক হস্তক্ষেপের বিরোধিতা জানাল তুরস্ক