খেলাফত মজলিস বিবৃতিতে বলেছে, সরকার মিয়ানমারের রাখাইন রাজ্যে তথাকথিত মানবিক করিডোর প্রতিষ্ঠার ক্ষেত্রে বিদেশি শক্তির পৃষ্ঠপোষকতায় ইতিবাচক অবস্থান গ্রহণ করেছে। চট্টগ্রাম বন্দরকে বিদেশি রাষ্ট্র কিংবা বহুজাতিক গোষ্ঠীর কাছে লিজ দেওয়ার বিষয়ে প্রকাশ্যে ও গোপনে নানা আলোচনা ও প্রস্তুতি চলমান রয়েছে। এতে আমরা উদ্বিগ্ন। সংগঠনটি বলছে, এ ধরনের তৎপরতা বাংলাদেশের জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং ভূ-রাজনৈতিক স্বার্থের প্রতি মারাত্মক হুমকিস্বরূপ। এছাড়া রাখাইন করিডোর এবং চট্টগ্রাম বন্দর সংক্রান্ত সব আলোচনা, চুক্তি ও প্রস্তুতি অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে খেলাফত মজলিস।
চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে লিজ দেওয়ার তৎপরতায় উদ্বিগ্ন খেলাফত মজলিস