Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ভোট একটি পবিত্র আমানত এবং এটি কেবল সৎ ও যোগ্য ব্যক্তির হাতেই দেওয়া উচিত। ২০২৬ সালের ৯ জানুয়ারি শুক্রবার খুলনা-৫ আসনের ডুমুরিয়া উপজেলার বিভিন্ন স্থানে ভোটার সমাবেশে তিনি বলেন, অসৎ বা দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে ভোট দিলে ভোটাররাও সেই অন্যায়ের দায়ে অংশীদার হন। তিনি উল্লেখ করেন, একজন রিকশাচালক থেকে রাষ্ট্রপতি—সবার ভোটের মূল্য সমান, তাই এই শক্তি যেন চাঁদাবাজ বা সন্ত্রাসীদের হাতে না যায়।

তিনি বলেন, জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে যদি ১৫০টির বেশি আসনে সৎ ও আল্লাহভীরু মানুষ নির্বাচিত হয়, তাহলে দেশে ন্যায়ভিত্তিক শাসন প্রতিষ্ঠা সম্ভব। পরওয়ার জানান, ছয়টি ইসলামী ও ছয়টি দেশপ্রেমিক রাজনৈতিক দলসহ মোট ১২টি দল একযোগে নির্বাচনে অংশ নিচ্ছে। সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উদ্বেগ প্রসঙ্গে তিনি বলেন, জামায়াত ক্ষমতায় এলে তাদের ধর্মীয় বা সাংস্কৃতিক অধিকার ক্ষুণ্ন হবে না, বরং ইসলামী সুশাসন সবার ঘরে কল্যাণ বয়ে আনবে।

তিনি ভোটারদের ঘরে ঘরে প্রচারণা চালাতে, নারী ভোটারদের সচেতন করতে এবং গত ৫৪ বছরে ব্যর্থ রাজনৈতিক শক্তিকে প্রত্যাখ্যান করার আহ্বান জানান।

09 Jan 26 1NOJOR.COM

গোলাম পরওয়ার ভোটকে পবিত্র আমানত আখ্যা দিয়ে সৎ প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান

Person of Interest

logo
No data found yet!