Web Analytics

সিরিয়ার ১২ মাইল ভেতরে ঢুকে পড়েছে ইসরাইলী বর্বর সেনারা। শুধু বিমান হামলাই নয়, একের পর এক ভূখণ্ড দখলের দিকেও মনোনিবেশ করছে তারা। বেশকিছু এলাকা দখলেও নিয়েছে। কমপক্ষে নয়টি সামরিক ঘাঁটি তৈরি করেছে। কুনেইত্রা শহরের রাসম আল-রাওয়াদিতে ৮ ডিসেম্বর রাতে হঠাৎ হামলা চালায়। বাসিন্দা আলী আল-আহমাদ বলেছেন, ‘ইসরাইলি সেনাবাহিনী ঘরবাড়ি তল্লাশি শুরু করে এবং কিছু ঘর ধ্বংস করে দেয়। অনেক পরিবারকে একটি স্কুলে রাখা হয়।' গত চার মাস ধরে গ্রামটি ইসরাইলি নিয়ন্ত্রণে রয়েছে এবং প্রায় ৩৫০ জনকে তাদের বাড়িঘর থেকে জোরপূর্বক বের করে দেওয়া হয়েছে। গুলি করে খুনও করছে। ইসরাইল তার দখলদারিত্বকে ন্যায্যতা দেওয়ার জন্য সিরিয়ার দ্রুজের সমর্থন দাবি করেছে। আগ্রাসনের বিরুদ্ধে দামেস্কের বিভিন্ন অংশে, একই সঙ্গে দারা, খান আরনাবেহ, সুওয়াইদা এবং কুনেইত্রার একাধিক শহর ও গ্রামে বিক্ষোভ হয়েছে। এমনকি দ্রুজ সম্প্রদায়ও মানবিক সাহায্যের প্রস্তাব প্রত্যাখ্যান করে একত্রিত হয়েছে।

14 Apr 25 1NOJOR.COM

সিরিয়াতে সীমান্তবর্তী গ্ৰাম দখলে ইসরাইল, বিক্ষোভে ফেটে পড়ছে সিরিয়ানরা

Person of Interest

logo
No data found yet!