চলমান রাজনৈতিক সঙ্কট সমাধানে সরকারের দেয়া আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। মঙ্গলবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের কাছে দাহগাল চেকপয়েন্টে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ ঘোষণা দেন পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলি খান। আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন পিটিআই প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। খবর জিও নিউজের।
গহর আলি খান বলেন, পিটিআই কখনো আলোচনা বাতিল করেনি, তবে ইমরান খানের সঙ্গে দেখা করার সুযোগ না থাকলে সংলাপ এগোতে পারে না। তিনি জানান, প্রতি মঙ্গলবার তারা কারাগারে যান, কিন্তু এক মাসেরও বেশি সময় ধরে ইমরান খানের সঙ্গে দেখা করতে পারছেন না। পিটিআই মহাসচিব ব্যারিস্টার সালমান আকরাম রাজা বলেন, প্রতিষ্ঠাতার অংশগ্রহণ ছাড়া কোনো সংলাপ ফলপ্রসূ হবে না। অন্যদিকে, পিটিআই নেতা ব্যারিস্টার আলি জাফর সরকারকে আলোচনার উপযুক্ত পরিবেশ তৈরির আহ্বান জানান।
২০২২ সালের এপ্রিলে অনাস্থা প্রস্তাবে ক্ষমতা হারান ইমরান খান এবং ২০২৩ সালের আগস্ট থেকে তিনি দুর্নীতি ও সন্ত্রাসবাদসহ একাধিক মামলায় কারাগারে আছেন।
ইমরান খানের কারাবন্দিত্বের মধ্যে সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল পিটিআই