চট্টগ্রাম সিটি করপোরেশনে পদোন্নতিতে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পেয়ে অভিযান চালিয়েছে দুদক। চসিকের সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) পদে ফেল করার পরও উপসহকারী প্রকৌশলী রুপক চন্দ্র দাশকে পদোন্নতি দেওয়ার বিষয়টি জানাজানি হলে পদোন্নতি বাতিল করা হয়। সব সিদ্ধান্তে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের স্বাক্ষর থাকায় সংস্থাটির প্রশাসনিক স্বচ্ছতা নিয়েও জনমনে প্রশ্ন উঠেছে। দুদক জানায়, অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। মেয়র, প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সচিবের বক্তব্য নেওয়া হয়েছে। দ্রুত কমিশনের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করার কথা রয়েছে।
পদোন্নতিতে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে চসিকে দুদকের অভিযান