ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার অনলাইন আবেদনের সময়সীমা তিন দিন বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৯ অক্টোবর দুপুর ১২টা থেকে শুরু হওয়া আবেদন কার্যক্রম ১৬ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হওয়ার কথা থাকলেও এখন তা ১৯ নভেম্বর রাত ১২টা পর্যন্ত চলবে। ১৬ নভেম্বর এইচএসসি পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের পর নতুনভাবে যোগ্যতা অর্জনকারী শিক্ষার্থীরা যেন আবেদন করার সুযোগ পান, সে কারণেই সময় বাড়ানো হয়েছে। ভর্তি সংক্রান্ত অন্যান্য তারিখ অপরিবর্তিত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।