জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ঘোষণা দিয়েছেন, তিনি কুমিল্লার দেবিদ্বার আসনে একাই নির্বাচনে অংশ নেবেন, কোনো জোটে যাবেন না। শুক্রবার রাতে রাজামেহার ইউনিয়নে এক উঠান বৈঠকে তিনি বলেন, ‘আমি যদি মাত্র দশ ভোটও পাই, তবুও দেবিদ্বারের মানুষের জন্য কাজ করে যাব।’ তিনি জোর দিয়ে বলেন, নির্বাচনে জয় নয়, জনগণের পাশে থাকা তার মূল লক্ষ্য।
হাসনাত জানান, অনেকেই মন্তব্য করছেন জোট না করলে তিনি ৫০০ ভোটও পাবেন না, কিন্তু তিনি প্রতিটি ভোটারের দ্বারে গিয়ে সমর্থন চাইছেন। এলাকার প্রবীণরা জোটের পরামর্শ দিলেও তিনি একক প্রার্থী হিসেবেই লড়বেন বলে পুনর্ব্যক্ত করেন। তার দাবি, দেবিদ্বারের শিক্ষিত তরুণ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা ইতোমধ্যে এনসিপির সঙ্গে যুক্ত হয়েছেন এবং তার প্রচারণায় সক্রিয় ভূমিকা রাখছেন।
তিনি আরও বলেন, তরুণ ও নারীরা ‘শাপলা কলি’ প্রতীকের প্রতি আগ্রহী হয়ে উঠছেন। তার মতে, এই নির্বাচনে অর্থ নয়, জনগণের অংশগ্রহণই হবে তার শক্তি।
জোট ছাড়াই দেবিদ্বার নির্বাচনে লড়ার ঘোষণা দিলেন হাসনাত আবদুল্লাহ