দৈনিক আমার দেশে ‘শিক্ষার্থীকে স্বেচ্ছাসেবকলীগ নেতা পরিচয়ে গ্রেপ্তারের অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশের পর এবং জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কুমিল্লা দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরওয়ারকে জনস্বার্থে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার কুমিল্লা জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান স্বাক্ষরিত এক আদেশে জানানো হয়, গোলাম সরওয়ারকে জেলার লাইন আরওতে সংযুক্ত করা হয়েছে এবং কুমিল্লা সদরের কোটবাড়ি ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামানকে দেবিদ্বার থানার নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।
এর আগে, অতিরিক্ত ডিআইজি আহসান হাবিবের স্বাক্ষরিত আদেশে গত বছরের ৮ ডিসেম্বর লটারির মাধ্যমে বদলির পর গোলাম সরওয়ার দেবিদ্বার থানায় যোগ দেন। স্থানীয় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী নাজমুল হাসানকে ১৩ ডিসেম্বর গ্রেপ্তার ও পরদিন নাশকতার মামলায় কারাগারে পাঠানোর ঘটনায় এলাকাবাসী ও আন্দোলনকারীরা নিন্দা জানিয়েছিলেন।
জনস্বার্থে এই বদলি জাতীয় নির্বাচনের আগে প্রশাসনিক নিরপেক্ষতা বজায় রাখার অংশ হিসেবে দেখা হচ্ছে।
কুমিল্লায় শিক্ষার্থী গ্রেপ্তার বিতর্কে দেবিদ্বার থানার ওসি বদলি