Web Analytics

দীর্ঘ প্রতীক্ষার পর আগামী ১ ডিসেম্বর থেকে বঙ্গোপসাগরের প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণ শুরু হচ্ছে। কক্সবাজারের নুনিয়ারছড়া জেটিঘাট থেকে সকাল ৭টায় জাহাজ ছাড়বে এবং পরদিন বিকেল ৩টায় দ্বীপ থেকে ফেরত আসবে। এবার পর্যটকরা দ্বীপে রাতযাপনের সুযোগও পাবেন। প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক ভ্রমণের অনুমতি পাবেন এবং টানা দুই মাসের জন্য সাতটি জাহাজ প্রস্তুত রাখা হয়েছে। গত ১ নভেম্বর দ্বীপ উন্মুক্ত হলেও রাতযাপনের সুযোগ না থাকায় কেউ ভ্রমণে যাননি। সি ক্রুজ অপারেটর অ্যাসোসিয়েশন জানিয়েছে, ডিসেম্বর থেকে রাতের ব্যবস্থা চালু হওয়ায় পর্যটকদের আগ্রহ বেড়েছে। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পর্যটক পারাপারে কঠোর নজরদারি থাকবে। টিকিট বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অনলাইন পোর্টাল থেকে ট্রাভেল পাস ও কিউআর কোডসহ কেনা যাবে। পরিবেশ সুরক্ষার বিধিনিষেধ মেনে চলার নির্দেশও দেওয়া হয়েছে।

22 Nov 25 1NOJOR.COM

১ ডিসেম্বর থেকে সেন্টমার্টিনে রাতযাপনের সুযোগসহ পর্যটন চালু হচ্ছে কঠোর পরিবেশ বিধিনিষেধে

Person of Interest

logo
No data found yet!