Web Analytics

আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান শনিবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গিয়ে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে খোলা শোকবইয়ে স্বাক্ষর করেন। পরে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান এবং তার স্বাস্থ্যের খোঁজ নেন। মাহমুদুর রহমান এ সময় খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের নানা ঘটনা ও হাসপাতালে তার অসুস্থতার সময়ের স্মৃতিচারণ করেন।

তার সঙ্গে উপস্থিত ছিলেন আমার দেশের নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী, চিফ রিপোর্টার বাছির জামাল এবং সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ। রাত সাড়ে আটটার দিকে গুলশান অফিসে পৌঁছে মাহমুদুর রহমান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কথা বলেন। তখন তারেক রহমান এশার নামাজ আদায় করছিলেন।

শোকবইয়ে মাহমুদুর রহমান লিখেছেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে এক আলোকবর্তিকা, যার নীতিনিষ্ঠ সংগ্রাম প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

04 Jan 26 1NOJOR.COM

খালেদা জিয়ার মৃত্যুতে তারেক রহমানকে সমবেদনা জানালেন মাহমুদুর রহমান

Person of Interest

logo
No data found yet!