ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশটির মূলধারার গণমাধ্যমে সাক্ষাৎ ও মতবিনিময়ের সুযোগ দেওয়ায় গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। এ বিষয়ে ব্যাখ্যা চেয়ে ঢাকায় নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার পবন বাদেহকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সূত্র জানায়, মানবতাবিরোধী অপরাধে বিচারাধীন পলাতক আসামিকে আশ্রয় ও গণমাধ্যমে বক্তব্যের সুযোগ দেওয়া দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য ‘অসহায়ক ও অনভিপ্রেত’। বাংলাদেশ ভারতকে অনুরোধ জানিয়েছে, শেখ হাসিনার গণমাধ্যমে প্রবেশাধিকার ও সাক্ষাৎকার দেওয়ার সুযোগ যেন তাৎক্ষণিকভাবে বন্ধ করা হয়, যাতে বাংলাদেশবিরোধী বক্তব্য বা উসকানিমূলক কার্যক্রমের আশঙ্কা না থাকে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।