মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মঙ্গলবার বিকেলে রাজধানীতে তাদের ‘আগ্রাসনবিরোধী যাত্রা’ শুরু করেছে। বিকেল সাড়ে তিনটার দিকে বাংলামোটর মোড় থেকে যাত্রাটি শুরু হয়ে কাটাবন, নীলক্ষেত ও পলাশী মোড় অতিক্রম করে শহীদ মিনারে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।
এ যাত্রার নেতৃত্ব দিচ্ছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন। তাদের সঙ্গে রয়েছেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীবসহ কেন্দ্রীয় নেতারা। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই কর্মসূচির উদ্দেশ্য জাতীয় ঐক্য জোরদার করা এবং আগ্রাসনের বিরুদ্ধে জনগণের অবস্থান তুলে ধরা।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিজয় দিবসের মতো জাতীয় দিবসকে কেন্দ্র করে এমন কর্মসূচি ছোট দলগুলোর জন্য জনসম্পৃক্ততা বাড়ানোর সুযোগ তৈরি করে এবং রাজনৈতিক উপস্থিতি জোরদার করতে সহায়তা করে।
বিজয় দিবসে রাজধানীতে এনসিপির আগ্রাসনবিরোধী যাত্রা শুরু