গত বছরের ২৯ জুলাই রাষ্ট্রীয় শোক দিবস পালনের সময় কালো ব্যাজের বিপরীতে ‘লাল ব্যাজ’ ধারণের প্রথম প্রস্তাব ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির দিয়েছিলেন বলে দাবি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তৎকালীন সমন্বয়ক ও ঢাবি গণতান্ত্রিক ছাত্রসংসদের আহ্বায়ক আব্দুল কাদের। তিনি জানান, ছাত্রদল ও শিবিরের সঙ্গে আলোচনার ভিত্তিতে চূড়ান্তভাবে লাল ব্যাজ ধারণ ও প্রোফাইল লাল করার কর্মসূচি ঠিক হয়। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরহাদ লাল ব্যাজ ধারণের প্রথম প্রস্তাবক হিসেবে নিজেকে দাবি করেছেন।