Web Analytics

বাংলাদেশ নির্বাচন কমিশন ১২ ফেব্রুয়ারির আগে কোনো নির্বাচন আয়োজন না করার নির্দেশনা জারির পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সোমবার সন্ধ্যায় প্রজ্ঞাপন জারির পর ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শুরু হয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শাকসু নির্বাচন কমিশন এ অবস্থায় কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি।

শাকসু কার্যালয়ে নির্বাচন কমিশনাররা শিক্ষার্থীদের সঙ্গে দীর্ঘ আলোচনা করেও কোনো সিদ্ধান্ত নিতে ব্যর্থ হন। তারা শিক্ষার্থীদের প্রশাসনের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে বলেন। বর্তমানে শিক্ষার্থী ও কমিশনাররা শাকসু কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিমের আগমনের অপেক্ষায় আছেন।

এই অনিশ্চয়তা শাকসু নির্বাচনের সময়সূচি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও উত্তেজনা বাড়িয়ে তুলেছে।

Card image

Related Memes

logo
No data found yet!