গৃহ উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, বাংলাদেশের সীমান্ত সুরক্ষিত এবং প্রয়োজনে রক্ত দিয়ে তা রক্ষা করা হবে। তিনি পূর্ববর্তী সরকারের সীমান্ত অবহেলার সমালোচনা করে বলেন, বর্তমান সরকার সীমান্ত নিয়ে কোনো ছাড় দেবে না। সম্প্রতি চাপাইনবাবগঞ্জ সীমান্তে উত্তেজনা নিরসনে বিএসএফ ও বিজিবির মধ্যে আলোচনার কথা উল্লেখ করেন। তিনি দুর্নীতিকে জাতীয় অগ্রগতির প্রধান বাধা হিসেবে চিহ্নিত করে তার নামে অপব্যবহারের বিরুদ্ধে সতর্ক করেছেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।