এনসিপি নেতা আবু রায়হান বলেছেন, গণহত্যার বিচার ও সংস্কারের আগে কেউ নির্বাচন চাইলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। পর্যাপ্ত সংস্কারের আগে নির্বাচনের নামে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে জনগণ তা মেনে নেবে না। একটি রাজনৈতিক দল নির্বাচনের জন্য উন্মাদ হয়ে গেছে। তিনি বলেন, তারা তাদের স্বার্থ উদ্ধারের জন্য এবং লুটপাটের জন্য নির্বাচন নির্বাচন করছে। এ মুহূর্তে নির্বাচন হলে অতীতের মতোই ফ্যাসিবাদ কায়েম হবে। তাই নির্বাচনের আগে সব সেক্টরে পর্যাপ্ত সংস্কার করতে হবে। সংস্কারের মাধ্যমে জনগণের সব অধিকার নিশ্চিত করতে হবে। আবু রায়হান বলেন, নির্বাচন এবং দেশ পরিচালনায় ভিনদেশী প্রেসক্রিপশন আর চলবে না। আমরা রক্ত দিয়ে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি।অত্যন্ত দুঃখের বিষয় একটা গোষ্ঠী জুলাই গণ-অভ্যুত্থানকে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে স্বীকার করতে চায় না। তারাই নির্বাচনের নামে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। এসব চক্রান্তকারীদের আহত যোদ্ধারাই জবাব দেবেন। এ সময় কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ে মোট ১৮০ জন জুলাই আহতদের স্বাস্থ্য কার্ড প্রদান করা হয়।