ভেনেজুয়েলার উপকূল থেকে আরও একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে যুক্তরাষ্ট্র, যা চলতি মাসে দ্বিতীয় ঘটনা। মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম সামাজিকমাধ্যম এক্সে পোস্ট দিয়ে জানান, পেন্টাগনের সহায়তায় মার্কিন কোস্টগার্ড শনিবার ভোরে অভিযান চালিয়ে জাহাজটি আটক করে। ওয়াশিংটন জানিয়েছে, এই অভিযান অঞ্চলে মাদক ও সন্ত্রাসবাদের অর্থায়নে ব্যবহৃত নিষিদ্ধ তেলের অবৈধ চলাচল রোধের অংশ।
ঘটনাটি এমন সময় ঘটল যখন যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে কূটনৈতিক উত্তেজনা চরমে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি নিষেধাজ্ঞাভুক্ত তেলবাহী জাহাজের ওপর ‘সম্পূর্ণ অবরোধ’ ঘোষণা করেছেন। অপরদিকে, কারাকাস এই পদক্ষেপকে ‘গুরুতর আন্তর্জাতিক জলদস্যুতা’ আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ প্রত্যাখ্যান করেছে।
বিশ্লেষকদের মতে, ধারাবাহিক জাহাজ জব্দের ঘটনা দুই দেশের সম্পর্ককে আরও জটিল করতে পারে এবং আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ ব্যবস্থায় অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে।