বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় হাজারো প্রাণ ঝরলেও সরকারি ও বেসরকারি সংস্থার তথ্যের অসঙ্গতি নীতিনির্ধারণে বাধা হয়ে দাঁড়িয়েছে। বিআরটিএ কম মৃত্যুর হিসাব দিলেও এনজিওগুলো বেশি মৃত্যুর কথা বলছে, যা তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। বিশেষজ্ঞরা বলছেন, দুর্ঘটনা রোধে সঠিক তথ্য অপরিহার্য। উন্নয়নশীল দেশে জনস্বাস্থ্য ইস্যু হওয়া সত্ত্বেও সড়ক নিরাপত্তা গুরুত্ব পাচ্ছে না। পুলিশের নেতৃত্বে ও যাচাই করা এনজিওর তথ্য সহযোগিতায় একটি কেন্দ্রীয় ডাটাবেস তৈরির তাগিদ রয়েছে, যাতে তথ্যভিত্তিক কার্যকর সিদ্ধান্ত নেয়া সম্ভব হয়।