মঙ্গলবার প্রকাশিত মার্কিন গোয়েন্দা সংস্থার বার্ষিক হুমকি মূল্যায়ন প্রতিবেদনে চীনের পাশাপাশি ভারতকেও অবৈধ ফেন্টানাইল উৎপাদনের জন্য অপরাধী সংগঠনগুলোর কাছে রাসায়নিক উপাদান সরবরাহের ক্ষেত্রে ‘রাষ্ট্রীয় সহযোগী’ হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। ফেন্টানাইলসহ অন্যান্য সিনথেটিক ওপিওড যুক্তরাষ্ট্রে সবচেয়ে প্রাণঘাতী মাদক হিসেবে পরিচিত, যা ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত ১২ মাসের মধ্যে ৫২,০০০-এর বেশি আমেরিকানের প্রাণ কেড়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ‘চীন এখনো অবৈধ ফেন্টানাইলের রাসায়নিক উপাদান ও পিল প্রেসিং যন্ত্রপাতির প্রধান সরবরাহকারী, যার পরেই ভারত।’