Web Analytics

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বিশ্বের সবচেয়ে উঁচু হোটেল ‘সিয়েল দুবাই’। ৩৭৭ মিটার উচ্চতার এই ৮২ তলা হোটেলটি নির্মাণ করেছে দ্য ফার্স্ট গ্রুপ এবং এটি পরিচালনা করবে ইন্টারকন্টিনেন্টাল হোটেল গ্রুপের ভিগনেট কালেকশন। হোটেলটিতে রয়েছে মোট ১ হাজার ৪টি রুম ও সুইট, যেখান থেকে অতিথিরা পাম জুমেইরা ও মারিনা এলাকার মনোরম দৃশ্য উপভোগ করতে পারবেন।

রুমের ন্যূনতম ভাড়া রাতপ্রতি ১ হাজার ৩১০ দিরহাম এবং প্রিমিয়াম সুইটের ভাড়া প্রায় ২ হাজার ৪০০ দিরহাম। ভবনটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে প্রাকৃতিক আলো সর্বত্র প্রবেশ করতে পারে এবং রুফটপ অবজারভেশন ডেক থেকে ৩৬০ ডিগ্রি দৃশ্য দেখা যায়।

বিশ্লেষকদের মতে, এই হোটেলের উদ্বোধন দুবাইকে আবারও বিশ্ব পর্যটন ও স্থাপত্যের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করছে এবং মধ্যপ্রাচ্যের বিলাসবহুল আতিথেয়তা খাতে বিনিয়োগকারীদের আস্থা আরও বাড়াবে।

Card image

Related Memes

logo
No data found yet!