Web Analytics

নোয়াখালীর হাতিয়া উপজেলায় শুক্রবার রাতে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিএনপি ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে নয়জন আহত হয়েছেন। রাত সাড়ে ৮টার দিকে চানন্দী ইউনিয়নের দরবেশ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এনসিপির এক নেতা স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে পিচঢালাই রাস্তার ইট তুলে নেওয়ার অভিযোগে ফেসবুকে পোস্ট দিলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি থেকে হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এনসিপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, রাস্তার ইট-বালু বিক্রির প্রতিবাদ জানিয়ে ফেরার পথে বিএনপির সশস্ত্র কর্মীরা তাদের ওপর হামলা চালায় এবং আটটি মোটরসাইকেল লুট করে। অপরদিকে বিএনপি দাবি করেছে, তারা ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত করছিল, কিন্তু এনসিপি নেতারা মিথ্যা প্রচারণা চালিয়ে তাদের ওপর হামলা করে। পুলিশ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Memes

logo
No data found yet!