ইউক্রেনের ধারাবাহিক ড্রোন হামলায় রাশিয়ার রাজধানী মস্কোর প্রধান বিমানবন্দরগুলো সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হয়। অন্তত ১৪০টি ফ্লাইট বাতিল ও ১৩০টিরও বেশি ফ্লাইটের গতিপথ পরিবর্তন করা হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, শনিবার সকাল থেকে ২৩০টির বেশি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছে, যার মধ্যে মস্কোতেই ২৭টি। কালুগা অঞ্চলসহ বিভিন্ন এলাকায় হামলার প্রভাব পড়ে। হামলার পর বিমানবন্দরগুলোর কার্যক্রম পুনরায় শুরু হলেও আতঙ্ক অব্যাহত রয়েছে। ইউক্রেনে রুশ হামলায় নিহত হয়েছেন অন্তত তিনজন।