ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের ফোনালাপের কয়েক ঘণ্টার মধ্যেই রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভে ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ৫৩৯টি ড্রোনের মধ্যে ৪৭৬টি ভূপাতিত করা গেলেও একজন নিহত ও ২৩ জন আহত হন। শহরজুড়ে ধোঁয়া, আগুন ও বিস্ফোরণের ধ্বংসযজ্ঞ ছড়িয়ে পড়ে। ইউক্রেন এ হামলাকে গত তিন বছরের মধ্যে অন্যতম ভয়াবহ হিসেবে বর্ণনা করে। স্থানীয়রা ট্রাম্পের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন, কারণ ট্রাম্প প্রশাসন সামরিক সহায়তা স্থগিত রেখেছে। হামলার কারণে কিয়েভে বায়ুদূষণও বেড়ে যায় এবং জনস্বাস্থ্য সতর্কতা জারি করা হয়।