বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশের প্রিন্টিং প্রেসগুলোকে নির্বাচনি পোস্টার ছাপানো বন্ধের নির্দেশ দিয়েছে। নির্বাচনি প্রচারণায় পোস্টার ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর করতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) উপ-সচিব মনির হোসেন রিটার্নিং কর্মকর্তাদের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠান।
ইসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ অনুযায়ী নির্বাচনি প্রচারণায় কোনো ধরনের পোস্টার ব্যবহার করা যাবে না। আচরণ বিধিমালার বিধি-৭(ক) অনুসারে নির্বাচনি প্রচারণায় পোস্টার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। ইসি জানিয়েছে, কোনো প্রার্থী বা রাজনৈতিক দল যেন এই বিধি লঙ্ঘন না করে, সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে।
নির্বাচনি পোস্টার মুদ্রণ বন্ধ রাখতে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেওয়া হয়েছে, যাতে আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন আচরণবিধি অনুযায়ী সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।