বাংলাদেশে রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন যুক্তরাজ্যের সাবেক সিটি মন্ত্রী টিউলিপ সিদ্দিক। তিনি অভিযোগ সৃষ্টিকারী দুর্নীতি দমন কমিশনের ভুল বোঝাবুঝি নিরসনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে চান। তবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, এমন কোনো চিঠি তারা পাননি। শেখ হাসিনার ভাগনি টিউলিপ নিজের ব্রিটিশ নাগরিকত্বের বিষয়টি তুলে ধরে বলেন, বাংলাদেশের কোনো সম্পত্তি বা ব্যবসার প্রতি তাঁর কোনো আগ্রহ নেই।