রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক ২০২৫ সালে রেকর্ড ৮ হাজার ১৭ কোটি টাকার পরিচালন মুনাফা অর্জন করেছে, যা ২০২৪ সালের তুলনায় ২ হাজার ৩২২ কোটি টাকা বেশি। মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী খান এ তথ্য জানান।
তিনি বলেন, গত বছর ব্যাংকের ইন্টারেস্ট ইনকাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যার ফলে পরিচালন মুনাফা বৃদ্ধি পেয়েছে। প্রভিশন রাখার পর নিট মুনাফা প্রায় ১ হাজার ২০০ কোটি টাকার কাছাকাছি থাকবে। ব্যাংকের বর্তমান আমানত দাঁড়িয়েছে ১ লাখ ৭৯ হাজার ৮৭৯ কোটি টাকা এবং ঋণ বিতরণ হয়েছে ১ লাখ ৪ হাজার ৭২৩ কোটি টাকা। এছাড়া, গত বছর খেলাপি ঋণ থেকে নগদ আদায় হয়েছে ১ হাজার ২০৩ কোটি টাকা।
এই ফলাফল সোনালী ব্যাংকের ২০২৫ সালের শক্তিশালী আর্থিক অবস্থানকে প্রতিফলিত করে, যা রাষ্ট্রায়ত্ত ব্যাংক খাতে আয় ও ঋণ পুনরুদ্ধারে উন্নতি নির্দেশ করে।