Web Analytics

চলমান যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ৪৫ ফিলিস্তিনির লাশ এবং পাঁচ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে দখলদার ইসরাইল। মঙ্গলবার আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। সোমবার সন্ধ্যায় মুক্ত হওয়া বন্দিদের মধ্য গাজার দেইর আল-বালাহর আল-আকসা হাসপাতালে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য নেওয়া হয়। মানবাধিকার সংস্থাগুলোর দাবি, ইসরাইলি কারাগারে এখনো হাজার হাজার ফিলিস্তিনি আটক রয়েছেন, যাদের অনেককেই অভিযোগ ছাড়াই প্রশাসনিকভাবে বন্দি রাখা হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, নতুন করে ৪৫টি মরদেহ ফেরত দেওয়ার ফলে যুদ্ধবিরতির আওতায় মোট ২৭০টি মরদেহ ফিরিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে ৭৮ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। বাকিদের পরিচয় নিশ্চিত করতে চিকিৎসা পরীক্ষার কাজ চলছে। কর্মকর্তারা জানিয়েছেন, অনেক মরদেহে নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে, কারও হাত বাঁধা, চোখে কাপড় এবং মুখ বিকৃত অবস্থায় ফেরত দেওয়া হয়েছে। যুদ্ধবিরতি চলমান থাকা সত্ত্বেও গাজায় ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। নাসের মেডিকেল কমপ্লেক্স সূত্রে জানা গেছে, রাফার উত্তরে ইসরাইলি হামলায় তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একইসঙ্গে গাজা সিটির পূর্বাঞ্চলে এক শিশুসহ তিনজন গুলিতে আহত হয়েছেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।