এবি পার্টির নেতা আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘ঐতিহাসিকভাবে জাতীয় পার্টি বাংলাদেশের নিরাপত্তা হুমকি। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ এগুলো ভূলুণ্ঠিত করার জন্য প্রতিষ্ঠার আগে থেকে কাজ করছে জাতীয় পার্টি। শেখ হাসিনাকে এনে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন করেছে তারা। ভোট ছাড়া, গণতন্ত্র ছাড়া ৯ বছর এই দেশ শাসন করেছে। আর পুরো ১৬ বছর দিল্লিকে সাপোর্ট দেবার জন্য আওয়ামী লীগের বি টিম হিসেবে কাজ করেছে।' একইসঙ্গে আওয়ামী লীগের ‘পার্টনার ইন ক্রাইম’ হিসেবে জাতীয় পার্টির ভূমিকা তুলে ধরে তিনি বলেন, ‘দ্বিতীয়ত, আওয়ামী লীগকে যে যে কারণে দেশের মানুষ গণঅভ্যুত্থানের মাধ্যমে পরাজিত করেছে, তার প্রত্যেকটা কারণের সাথে জাতীয় পার্টি জড়িত। শুধু মাত্রার পার্থক্য আছে।’
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।