মিটফোর্ডে ছাত্রশিবিরের বিক্ষোভে কেন্দ্রীয় নেতা সাদিক কায়েম চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে পাড়ায়-মহল্লায় গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, কেউ দাসত্বের রাজনীতি ফিরিয়ে আনতে চাইলে তাদের পরিণতি হবে ভয়াবহ। তিনি অভিযোগ করেন, কিছু দল প্রকাশ্যে সন্ত্রাস, চাঁদাবাজি ও হত্যাকাণ্ড চালাচ্ছে। আরও বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর হাসিনার আওয়ামী লীগ ও লাল সন্ত্রাসীরা আমাদের ভাইদেরকে দিনে দুপুরে হত্যা করেছিল। বর্তমানে একটা প্রকাশ্য দল পাথর দিয়ে মানুষ হত্যা করে ক্ষমতার স্বাদ আচ্ছাদন করার চেষ্টা করছে। জুলাইয়ের প্রজন্ম বেঁচে থাকতে আমরা তাদের স্বপ্ন বাস্তবায়ন হতে দেব না।