উত্তর প্রদেশের সম্ভল জেলার ঐতিহাসিক শাহী জামে মসজিদের কাছে কবরস্থানের জমিতে অবৈধ স্থাপনার অভিযোগে জেলা প্রশাসন ২২টি বাড়ি ও দোকান ভাঙার নোটিশ জারি করেছে। প্রশাসন জমিটিকে সরকারি সম্পত্তি হিসেবে দাবি করে ৪৮ জন বাসিন্দাকে ১৫ দিনের মধ্যে জবাব দিতে বলেছে, অন্যথায় বুলডোজার দিয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। কর্মকর্তারা জানান, সাম্প্রতিক জরিপে কবরস্থানের জমিতে অবৈধ নির্মাণ শনাক্ত হয়েছে।
এই পদক্ষেপে স্থানীয় মুসলিমদের মধ্যে ভয় ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তারা বলছেন, তাদের পরিবার বহু বছর ধরে সেখানে বসবাস করছে এবং প্রশাসন তাড়াহুড়ো করে কাজ করছে। বাসিন্দারা জানান, বুলডোজারের হুমকিতে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে, বিশেষ করে নারী ও শিশুরা ভীত। স্থানীয় নেতারা স্বচ্ছতা ও সংযমের আহ্বান জানিয়ে বলেন, তারা আইনকে সম্মান করেন কিন্তু ন্যায়বিচারের সুযোগ চান।
এর আগে, ইলাহাবাদ হাইকোর্ট জমির জরিপ স্থগিত করতে অস্বীকৃতি জানিয়ে আবেদনকারীদের রাজস্ব দপ্তরে আপত্তি জানানোর সুযোগ দিয়েছিল। পরিস্থিতি এখনো উত্তেজনাপূর্ণ, বাসিন্দারা আইনি প্রস্তুতি নিচ্ছেন।