Web Analytics

২১টি আরব, ইসলামি ও আফ্রিকান দেশের প্রতিনিধিরা সোমালিয়ার বিচ্ছিন্নতাবাদী অঞ্চল সোমালিল্যান্ডকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ইসরাইলের সিদ্ধান্তকে নিন্দা ও প্রত্যাখ্যান করেছেন। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রকাশিত যৌথ বিবৃতিতে দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা সতর্ক করে বলেন, এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করবে।

বিবৃতিতে বলা হয়, ইসরাইলের এই সিদ্ধান্ত একটি বিপজ্জনক দৃষ্টান্ত স্থাপন করেছে, যা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলতে পারে। দেশগুলো এই পদক্ষেপকে জাতিসংঘ সনদের মৌলিক নীতির পরিপন্থী বলে উল্লেখ করে সোমালিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি তাদের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছে। তারা জানায়, সোমালিয়ার ঐক্য ও সার্বভৌমত্ব ক্ষুণ্ন করে এমন যেকোনো পদক্ষেপ তারা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে।

১৯৯১ সালে স্বাধীনতা ঘোষণা করার পর থেকে সোমালিল্যান্ড নিজস্ব প্রশাসনিক ও নিরাপত্তা কাঠামো নিয়ে পরিচালিত হলেও আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি। সোমালিয়া সরকার অঞ্চলটিকে তাদের ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করে এবং সরাসরি সম্পৃক্ততাকে সার্বভৌমত্বের লঙ্ঘন বলে মনে করে।

Card image

Related Memes

logo
No data found yet!