Web Analytics

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, ইসরাইল ইরানে আক্রমণের সুযোগ খুঁজছে এবং এমন পদক্ষেপ অঞ্চলকে আরও অস্থিতিশীল করতে পারে। শুক্রবার এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেন, তিনি আশা করেন ইসরাইল ভিন্ন পথ বেছে নেবে। ফিদান স্পষ্ট করেন, তার এই পর্যবেক্ষণ বিশেষভাবে ইসরাইলের ক্ষেত্রেই প্রযোজ্য, যুক্তরাষ্ট্রের নয়।

ফিদান জানান, সম্প্রতি ইরান সফরে তিনি দেশটির কর্মকর্তাদের কাছে সরাসরি এই উদ্বেগ প্রকাশ করেছেন এবং বলেন, প্রকৃত বন্ধু তিক্ত সত্য কথা বলে। এর আগে বৃহস্পতিবার তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে ফোনে জানান, তুরস্ক ইরানে যেকোনো বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করে এবং প্রতিবেশী দেশের শান্তি ও স্থিতিশীলতাকে গুরুত্ব দেয়।

শুক্রবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, তেহরান তার শত্রুদের যেকোনো আক্রমণকে ইরানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ হিসেবে গণ্য করবে।

Card image

Related Memes

logo
No data found yet!