জুলাই শহীদ দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূস সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও স্বৈরাচারবিরোধী নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। ১৬ জুলাই শহীদদের স্মরণে প্রথমবারের মতো পালিত হচ্ছে ‘জুলাই শহীদ দিবস’। সরকার দিনটি উপলক্ষে এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে এবং শহীদ পরিবার ও আহতদের জন্য কল্যাণমূলক পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে রয়েছে নগদ সহায়তা ও নতুন দুটি প্রতিষ্ঠান—‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর’ ও ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’।