বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গণি চৌধুরী বলেছেন, একুশের মর্মবাণী হচ্ছে অধিকার ও দেশের মালিকানা নত না হয়ে নিজেদের রাখা। তিনি বলেন, গত ১৭ বছর ভোট, বাকস্বাধীনতা ও গণতন্ত্র হরণ করে একুশের চেতনা ভূলুণ্ঠিত করে রাখা হয়েছিল। ছাত্রজনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হয়েছে, এখন জনগণের মালিকানা বুঝে নেওয়ার জরুরতের কথা তুলে ধরেন এই নেতা। তিনি বলেন, একমাত্র নির্বাচিত বৈধ প্রতিনিধিরাই সংস্কারের অধিকার রাখেন। এই সময়ে তিনি স্বাধীনতার প্রথম সোপান হিসেবে একুশে ফেব্রুয়ারিকে উল্লেখ করেন।