মিয়ানমারের জলসীমায় মাছ ধরার অভিযোগে নাফ নদীতে অভিযান চালিয়ে ১২২ জন মাঝি-মাল্লাকে আটক করেছে কোস্টগার্ড। শুক্রবার সকালে নাফ নদীর মোহনা থেকে জালিয়াপাড়া পর্যন্ত এই অভিযান চালায় বাহিনীটি। আটককৃতদের মধ্যে ২৯ জন স্থানীয় এবং ৯৩ জন রোহিঙ্গা। কোস্টগার্ড গার্ড জানায়, অভিযানে ১৯টি ফিশিং বোটও আটক করা হয়। জলসীমা অতিক্রমের কারণে প্রায়ই বাংলাদেশি মাঝি-মাল্লাদের আরাকান আর্মি ধরে নিয়ে যায়। তাই জেলেদের সতর্ক ও সীমান্ত আইন রক্ষায় কোস্টগার্ড তৎপর রয়েছে।