ইরানের তেহরানে এবং আশপাশের এলাকায় অবস্থিত পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোতে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এ হামলার পর পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আকাশসীমা বন্ধ করে দিয়েছে ইরান। ইসরাইল জানিয়েছে, তেহরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা ঠেকাতে পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ইসরাইল এ হামলাকে ‘রাইজিং লায়ন’ নাম দিয়েছে। এ প্রসঙ্গে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, ‘আমরা ইসরাইলের ইতিহাসের একটি নির্ণায়ক মুহূর্তে আছি।’ এছাড়া হামলা আরো কয়েক দিন চলবে বলেও জানান!
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।