Web Analytics

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের উত্তর ছাদেক নগর এলাকায় জাতীয় পার্টির (একাংশের) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের বাড়িতে শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায়। রাত আনুমানিক পৌনে ১২টার দিকে একদল অজ্ঞাত ব্যক্তি গাড়িতে এসে বাড়ির প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে আগুন লাগিয়ে দেয়। এতে বাড়ির আসবাবপত্র, মূল্যবান সামগ্রী ও গ্যারেজে থাকা আনিসুল ইসলামের চাচা আকবর হায়দার চৌধুরীর ব্যক্তিগত গাড়ি পুড়ে যায়।

আকবর হায়দার চৌধুরী জানান, তিনি অসুস্থ অবস্থায় বাড়িতে ছিলেন এবং আগুন লাগার পর ৯৯৯ নম্বরে ফোন করলেও কোনো সাড়া পাননি। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছালেও ততক্ষণে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। হাটহাজারী মডেল থানার ওসি জাহিদুল ইসলাম জানান, ঘটনাটি তদন্তাধীন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

ঘটনাটির কারণ এখনো স্পষ্ট নয়। স্থানীয়রা নিরাপত্তা জোরদার ও জরুরি সেবার দ্রুত সাড়া নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

Card image

Related Memes

logo
No data found yet!