শেরপুরের নকলায় ১৩ বছর বয়সি পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ওই ঘটনায় বিচার দাবিতে নকলা থানা ঘেরাও করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ঘটনায় অভিযুক্ত আশিককে সোমবার সন্ধ্যায় আটক করে পুলিশ। অভিযুক্তের নাম আশিক। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে পাশের বাড়িতে বেড়ানোর কথা বলে বাড়ি থেকে বের হয় ওই কিশোরী। বাড়ি ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন কিশোরীকে খুঁজতে বের হয়। পরে বাড়ির পাশে ভুট্টাখেতে অচেতন অবস্থায় পাওয়া যায়। ওই সময় মামলার আসামি বখাটে যুবক আশিকসহ আরও ৩-৪ জন পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।