সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে নিউইয়র্ক টাইমসে প্রকাশিত পূর্ণ পৃষ্ঠার বিজ্ঞাপন ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। পিটিআই অর্থায়নের অভিযোগ অস্বীকার করলেও দলের যুক্তরাষ্ট্র শাখা ও প্রবাসী সমর্থকরা বিজ্ঞাপনটি প্রচার করেছে। এটি ফার্স্ট পাকিস্তান গ্লোবাল ও পাকিস্তানি-আমেরিকান ডায়াসপোরার অর্থায়নে ছাপা হয়। এতে ইমরান খানের অন্যায্য বন্দিত্বের অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আহ্বান জানানো হয়। কেউ কেউ এটিকে বিদেশি হস্তক্ষেপ বললেও সমর্থকরা এটিকে বিশ্বব্যাপী সচেতনতা তৈরির কৌশল বলে মনে করছেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপে প্রতিবাদও হয়েছে।