Web Analytics

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ ভয়াবহ আর্থিক সংকটের কারণে ৫৭১ জন ফিলিস্তিনি কর্মীকে ছাঁটাই করেছে। সাত দশকেরও বেশি সময় ধরে গাজা, অধিকৃত পশ্চিম তীর, লেবানন, জর্ডান ও সিরিয়ায় শরণার্থীদের সহায়তা দিয়ে আসা সংস্থাটি জানিয়েছে, অনুদান কমে যাওয়ায় এই সিদ্ধান্ত নিতে হয়েছে। সংস্থার মুখপাত্র এই আর্থিক সংকটকে অভূতপূর্ব বলে উল্লেখ করেছেন।

ইউএনআরডব্লিউএ জানায়, ২০২৫ সালে তাদের ব্যয় ছিল প্রায় ৮৮০ মিলিয়ন ডলার, কিন্তু অনুদান এসেছে মাত্র ৫৭০ মিলিয়ন ডলার। ২০২৬ সালেও বড় ঘাটতির আশঙ্কা করা হচ্ছে। ছাঁটাই হওয়া কর্মীরা মূলত গাজায় কর্মরত ছিলেন, তবে ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার আগেই তারা গাজা ছেড়েছিলেন এবং ১০ মাসেরও বেশি সময় ধরে বেতন পাননি। মুখপাত্র বলেন, তারা কবে আবার দায়িত্বে ফিরতে পারবেন তা অনুমান করা অসম্ভব।

যুদ্ধ শুরুর পর থেকে গাজায় ইউএনআরডব্লিউএর ৩০০ জনেরও বেশি কর্মী নিহত হয়েছেন, বর্তমানে প্রায় ১২ হাজার কর্মী ফিলিস্তিনি ভূখণ্ডে কাজ করছেন। ইসরাইল সংস্থাটির বিরুদ্ধে হামাসকে আশ্রয় দেওয়ার অভিযোগ এনে ফিলিস্তিনে তাদের কার্যক্রমে বাধা দিয়েছে।

Card image

Related Memes

logo
No data found yet!