জামায়াতের ঢাকা উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, জামায়াতে ইসলামীর দাবি হচ্ছে অনতিবিলম্বে জাতীয় নির্বাচন। সেটির জন্য এ বছরের শেষে বলা আছে। আমরা এর আগেই দাবি করি স্থানীয় নির্বাচন হওয়া দরকার। এ জন্য আমরা মেয়রসহ কাউন্সিলর প্রার্থী দিয়ে দিয়েছি। তিনি বলেন, জামায়াতের মেম্বার-চেয়ারম্যান প্রার্থীরা কাজ করছেন। জাতীয় সরকার আইন প্রণয়ন করবে। কিন্তু জনগণের সেবা দেওয়ার জন্য স্থানীয় সরকারের কোনো বিকল্প নেই। রেজাউল করিম বলেন, খুনখারাবি যারা করেছে তাদের বিচার হওয়া দরকার। কারণ কেউ আইনের ঊর্ধ্বে নয়। রাজনীতিবিদ যদি সৎ হয় তাহলে দেশে ৯৯ শতাংশ অপরাধ রোধ করা সম্ভব। কেননা এরাই ইজারাদার আর পাহারাদার। এছাড়া তিনি সংখ্যালঘু সংখ্যাগুরু বাইনারি অতিক্রম করতে বলে বলেন, মন্দির যেন পাহাড়া না দিতে হয় এমন ব্যবস্থা নিতে হবে।