Web Analytics

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, যদি ভারত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে রাজি না হয়, তবে বাংলাদেশের করার তেমন কিছুই থাকবে না। ১০ ডিসেম্বর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, দিল্লিকে রাজি করানোর জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালানো হতে পারে। তিনি আরও বলেন, শেখ হাসিনা ভারত ছেড়ে অন্য কোনো দেশে যাচ্ছেন—এমন কোনো তথ্য সরকারের কাছে নেই।

ডিজিএফআই বন্ধের সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, এমন গোয়েন্দা সংস্থা সব দেশেই থাকে, তাই এটি সহজে বিলুপ্ত করা সম্ভব নয়। ভিসা জটিলতা প্রসঙ্গে তিনি জানান, ভুয়া নথিপত্র তৈরি বন্ধ না হলে সমস্যার সমাধান হবে না এবং শিক্ষার্থী ভিসা দেওয়া সংশ্লিষ্ট দেশের এখতিয়ার।

নতুন বিদেশি মিশন খোলার বিষয়ে তিনি বলেন, আর্থিক সীমাবদ্ধতার কারণে অনুমোদন থাকা সত্ত্বেও তা এখনই চালু করা যাচ্ছে না। ভারতকে বাদ দিয়ে পাকিস্তান ও চীনকে নিয়ে নতুন আঞ্চলিক জোটের সম্ভাবনা নিয়ে তিনি মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

Card image

Related Memes

logo
No data found yet!