Web Analytics

নেত্রকোনার মদন উপজেলায় স্কুলছাত্র শাওনকে গলা কেটে হত্যার ঘটনায় দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান এ তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন মদন পৌর শহরের মিতালি রোডের বাসিন্দা এনামুল হকের ছেলে মাহফুজ (১৭) এবং চানগাঁও চকপাড়ার সাসতন মিয়ার ছেলে কায়েস। মাহফুজের ১৩ বছর বয়সী বোন মাহফুজা আক্তার ইভাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হলেও পরে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শাওন ও মাহফুজ একই বিদ্যালয়ের শিক্ষার্থী ও বন্ধু ছিলেন। শাওন মাহফুজের বোনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করলে মাহফুজ ক্ষিপ্ত হয়ে ওঠে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, এই বিরোধ থেকেই হত্যাকাণ্ডটি ঘটেছে। তবে মূল ঘটনা উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

গত ২৮ ডিসেম্বর শাওন নিখোঁজ হন এবং সোমবার সকালে কদমশ্রী হাওরের কৃষিজমি থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহতের বাবা আওলাদ হোসেন ভূইয়া ৩১ ডিসেম্বর অজ্ঞাতনামা আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন।

Card image

Related Memes

logo
No data found yet!